ফের কলকাতার বস্তিতে আগুন, দমকল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে কাজে সেনাও
২৪ ঘন্টাও পার হল না, তারই মধ্যে কলকাতার বস্তি পুড়ে ছাড়খার হয়ে গেল। পথে বসলনে বসু মানুষ। খোয়ালেন সারা জীবন খেটে তৈরি করা সম্পদ। গতকাল তপসিয়া, আজ নিউ আলিপুর। আগুনের গ্রাসে ঝুপড়ির একের পর এক ঘর ছাই হয়ে গেল। যেখানে আগুন লেগেছে তার সামনেই ঢিল ছোঁড়া দুরত্বে বেসরকারি হাসপাতাল, তাছাড়া একাধিক বহুতল। হাওয়ার দাপট বেশি থাকায় আগুন আয়ত্বে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই একের এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬ টি ইঞ্জিন। পাশেই একটি বেসরকারি হাসপাতাল। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হাওয়র বেগ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস। চারিদিকে আগুনের শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রশাসন সূত্রে খবর, আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২৫ টি ঘর। যদিও স্থানীয়রা দাবি করেছে, ৪০-৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। কাছেই একটি হাসপাতাল থাকায় আতঙ্ক বাড়তে থাকে। অন্ধকারে ধোঁয়ার জেরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। পাশের ক্যাম্প থেকে সেনা বাহিনী ছুটে আসে। আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেন সেনা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৩টি ইঞ্জিন। প্রবল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আশেপাশে একাধিক বহুতল থাকায় ছড়িয়ে পড়েছে চূড়ান্ত আতঙ্ক। ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, একটা কিছু হচ্ছে, না হলে পরপর ঝুপড়িতে আগুন লাগার কথা নয়। শীতের থেকে বাঁচতে প্লাস্টিকের ব্যবহার থেকে আগুন লাগতে পারে। পাশের ক্যাম্পের সেনাবাহিনী দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগিয়েছেন। ঝুপড়িটি অবৈধ বলেও জানিয়েছেন মেয়র। রেলের জায়গায় বস্তিটি গড়ে উঠেছে। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। কলকাতায় ঝুপড়িতে ক্রমশ আগুন লাগার ঘটনা ঘটছে কেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কলকাতাবাসীর মনে।